তোমার সঙ্গে যখন-
কথোপকথনে মাতি,
মনের মাধুরী মিশিয়ে,
তখন রাজ্যের চিন্তা,
কাজের কথা মনে পড়ে,
তোমার অবিলম্বে!
যখন তোমায় দুই বাহুদ্বয়ে জড়িয়ে ধরি,
ডুব দিতে চাই বুকের মাঝে।
তখন তুমি ভাসতে থাকো ভাব সাগরে,
একাকিত্বের অঙ্গিকারে।
যখন তোমায় ভালোবাসি বলি,
ভালোবাসা থেকে দূরে যাও চলে।
বর্তমান ফেলে অতীত হাতড়াও,
আনমনে মেঘেমল্লারের দেশে।
যখন ভীষণ রকম অভিমান করি,
ডানা মেলে উড়ে চলি নিরুদ্দেশে।
তখন তুমি আমায় আপন করে,
বৃষ্টির মতো ঝরে পড় অক্লেশে।
এমন করেই তুমি প্রেমিক হও,
রাজহাঁসের মতো গ্রীবা উঁচু করে।
আমাদের নিবীড় টানে নিত্য
যে ফুল ফোটে বাগানে,
অপেক্ষার প্রহর গোনে হংসমিথুনে।
একটি মন্তব্য পোস্ট করুন