উদাসীন ক্যানভাসে এঁকে যাওয়া গুপ্তস্নান,
পাহাড়ের খাঁজে নতুন একটা সূর্যোদয়,
বিচিত্র কিচিরমিচিরে ভরে যায় ডেরার খোঁজ,
কারুর রিক্ত বুকে এক আকাশ স্বপ্ন আঁকা,
হালকা জলছবি আর মরীচিকা মিলেমিশে যায়,
সামান্য বাহবায় অস্কারের প্রাপ্তিসুখ জোটে,
কেউ আমার আমিত্বকে ঘুচিয়ে পরম পাওয়ায়,
নির্লিপ্ত মন কান্নার জঠর বোজে এক নিশ্বাসে,
দানবীয় চাওয়ারা কোন কোমল প্রাণের ফাঁসে,
নিভতে নিভতে শেষ দেউটিতে মূল্যবোধ অপেক্ষায়,
বীরভোগ্যা বসুন্ধরা খুঁটিয়ে দেখছে ধারণসুখ,
বোধ-বিবেকের আর্টেজীয় সত্তা পাতালে বিলীন,
বহু শতাব্দীর পরে হয়ত জাগ্রত হবে নিজের মত,
কোন চৈতন্যের পথে পথে চৈতন্য প্রাপ্তিতে,
জীবাশ্মের কার্বনে মিলবে প্রমাণ, স্পষ্ট ছাপে,
ঝিনুক খোঁজা চলতেই থাকবে এক মুক্তোর জন্য,
গড়পড়তা ভাবনার মাঝে উঁকি দেবে গ্যালিলিও,
আবারও ভ্রমের প্রাচীর সরিয়ে চিনতে হবে সত্যকে।
একটি মন্তব্য পোস্ট করুন