আমাদের কথা

 


"সর্বজয়া" – অর্থাৎ যে নারী সব কিছুকে জয় করেছেন। 

"সর্বজয়া" - মহিষাসুরমর্দিনীঅসুরদলনীদশভূজধারিণীশক্তিরূপিণী দেবীদুর্গার অপর নাম।


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা "নারী" প্রবন্ধে বলেছেন -

"মানুষের সৃষ্টিতে নারী পুরাতনী। নবসমাজে নারীশক্তিকে বলা যেতে পারে আদ্যাশক্তি। এই সেই শক্তি যা জীবলোকে প্রাণকে বহন করে, প্রাণকে পোষণ করে।" 

আমাদের আশেপাশে প্রতিদিন আমরা অজস্র সর্বজয়াদের সংস্পর্শে আসি। বিভিন্ন রূপে বিভিন্ন  ভূমিকায় তাঁরা আলোকিত। নিজ গুণে নিজ পারদর্শীতায়নিজ আত্মসম্মানবোধে বলীয়ান হয়ে তাঁরা  প্রতি নিয়ত করে চলেছেন জীবন সংগ্রাম। হতে পারে সেই সংগ্রাম তাঁদের নিজেদের সাথেহতে পারে  পরিবারের সাথেহতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে আবার হতে পারে তা বৃহত্তর স্বার্থে কোনো  বৃহৎ শক্তির সাথে। হতে পারে তা জীবনধারণের সংগ্রামহতে পারে আত্মসম্মান রক্ষার সংগ্রামহতে  পারে সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিতকরনের সংগ্রাম আবার হতে পারে দেশমাতৃকার জন্য জীবনপণ রাখা  সংগ্রাম। সংগ্রামের গতিপথ যাইহোক না কেনযতই হোক না কেন -- সে হার মানে নাজেতার আপ্রাণ  চেষ্টায় সে নিজের সর্বশক্তি প্রয়োগে পিছপা হয়না। হার না মানাজেতার চেষ্টায় অদম্য সাহসিনী প্রতিটি  নারী তাই এক একজন সর্বজয়া। এই সর্বজয়াদের জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষণীয়।সকল নারীদের  সম্মান জানাতে,তাঁদের জীবন সংগ্রামকে একটু সহজ সরল করার উদ্দেশ্যে আমাদের এক ক্ষুদ্র প্রয়াস-

সর্বজয়া পত্রিকা


◆◆সর্বজয়া পত্রিকা একটি নারী ও শিশু কেন্দ্রিক মাসিক পত্রিকা ( e - magazine) ।প্রতি মাসের ১ তারিখে পত্রিকা প্রকাশিত হয় ◆◆


আমাদের পত্রিকায় নারীদের জীবন সংগ্রামের সাথে জড়িত বিভিন্ন কাহিনী যা  অন্যান্যদের অনুপ্রাণিত করেসমস্ত বাধাবিপত্তি জয় করে প্রকৃতরূপে সর্বজয়া হয়ে ওঠার আখ্যান সমূহ প্রকাশ করা হয়। পত্রিকাটি সুসজ্জিত হয়ে উঠেছে বিখ্যাত নারীদের শক্তিরূপিনী হয়ে ওঠার প্রবন্ধ দিয়ে। সাথেই থাকে মেয়েদের দৈনন্দিন জীবন সম্পর্কিত নানান বিষয়রূপচর্চাগৃহসজ্জার টুকিটাকিছোটগল্পসুস্বাস্থ্যনতুন মা ও শিশুর যত্ন সম্পর্কিত নানা তথ্য এবং আপনাদের একান্ত নিজস্ব বিভাগ।

এছাড়া আছে রান্নাঘরের বিভিন্ন টুকিটাকি। যেমন হারিয়ে যাওয়া বিভিন্ন রান্নার খোঁজ থেকে শুরু করে নতুন রান্নার খোঁজরান্না ও রান্নাঘর সংক্রান্ত বিভিন্ন উপকারী তথ্যবিভিন্ন খাবারের ইতিহাস ইত্যাদি। 

এছাড়াও আমাদের পত্রিকায় থাকে সাহিত্য,সংস্কৃতি,বিজ্ঞান,সমাজসংস্কার প্রভৃতি বিভিন্ন বিষয়ে  সম্পর্কিত প্রবন্ধ।

পত্রিকায় শিশুদের নিজস্ব বিভাগও আছে। যেখানে শিশু ও কিশোরবয়স্করা নিজেদের আঁকা,লেখা (ছড়াকবিতাগল্পপ্রবন্ধ) সব পাঠাতে পারে। আমরা খুশি হয়ে সেইসব কিছু প্রকাশ করে থাকি।

আমাদের বিভিন্ন বিভাগে ইচ্ছানুযায়ী নিজের লেখা কোনো ছোটগল্প, কবিতা, আঁকা, নতুন জানা-অজানা রান্নার খবর,প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করতে পারেন। মনোনীত প্রতিটি লেখা  লেখক লেখিকার নাম উল্লেখসহ প্রকাশ করা হবে।


আমাদের পত্রিকার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন - 

সম্পাদিকা - তমালিকা ঘোষাল ব্যানার্জী।

সহ সম্পাদিকা - পারমিতা বন্দ্যোপাধ্যায় ।

প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী  - কমলেন্দু সূত্রধর। 

প্রযুক্তি সহায়ক - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রীতম দত্ত 

সামাজিক মাধ্যম সহায়িকা - সোমা লাই। 

সদস্যবৃন্দ -

ডঃ শ্রীময়ী চক্রবর্তী, ডঃ দীপ সরকার, গীতশ্রী ঘোষাল, বাণী মিত্র, প্রশান্ত সাহা, সুভদা সরকার, জয়ন্ত সাহা, সুকৃতি দাস।    

শিশু সদস্যবৃন্দ-

ঐশানী গোস্বামী, নৈরিতা সামন্ত, সৌম্যশ্রী নাথ, দিভিশা ব্যানার্জী, নীলাঙ্কুর বন্দ্যোপাধ্যায়।



★★ লেখা প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পাঠাতে হবে। আমাদের পত্রিকা প্রতিমাসের ১ তারিখে  প্রকাশিত হবে। ★★

     

 লেখা  ও আঁকা পাঠান এইখানে-    sarbajayapotrika@gmail.com


নিয়মিত তথ্যের আদান প্রদানের জন্য আমাদের Whatsapp Group এ যুক্ত হতে  ক্লিক করুন । 

Post a Comment