বধির যখন নিজে - কেতকী বসু


নিয়ম ভাঙার শব্দ হয়না,

বারংবার সে আঘাতে ছিন্ন হয় সম্পর্ক

সচল যন্ত্রটাকে অচল রেখে মন সংযোগ করি পাঠে

রকম ফেরে বৈচিত্র্য দেখি অনন্য সৃজনে

মুক্ত মন ছুঁয়ে যায় কলম আর কালিতে

নিভে যাওয়া প্রদীপের নিচে আলো খুঁজে

 

ততক্ষণে বিমর্ষ রূপের  ছবি দেখি অন্যপারে

কালো ছায়ার কোনো অরূপ রতন

স্বঘোষিত প্রচারে বরাদ্দ হয় ব্যার্থতা

 মুছে ফেলতে চায় একান্ত গোপনে

তাই কোনো শব্দের অর্থ আসে না কানে

সুনির্দিষ্ট পথে এগিয়ে যাওয়া

আর সমস্ত শব্দকে স্তব্ধ করে

নিয়মের মধ্যেই  নিয়ম খোঁজা

আর ভালোবাসা জ্বলে ওঠা আগুনকে


 

Post a Comment

নবীনতর পূর্বতন