★★ লেখা প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পাঠাতে হবে। আমাদের পত্রিকা প্রতিমাসের ১ তারিখে প্রকাশিত হবে। ★★
Ø লেখা পাঠানোর নিয়মাবলী:
১. পেজে উদ্ধৃত মেইল আইডি-তে আপনার নামসহ ছোটগল্প/কবিতা/আঁকা মেল বডিতে টাইপ করে অথবা টেক্সট ডকুমেন্টে (.docx file) পাঠাতে হবে। (PDF বা অন্য কোনো format এ গৃহীত হবে না)।
২. পাঠানো লেখা, আঁকা অবশ্যই স্বতন্ত্র হতে হবে। অপরের লেখা প্রতিলিপি করে পাঠালে তা প্রকাশ করা হবে না। ভবিষ্যতেও লেখা গ্রহণ করা হবে না।
৩. প্রবন্ধ, ছোটগল্প এবং কবিতা প্রভৃতি যে কোনো লেখা বাংলা হরফে হওয়া বাধ্যতামূলক।
৪. লেখার সাথে নিজের নাম, ঠিকানা ও ই-মেইল আইডি পাঠানো বাধ্যতামূলক।
৫. পত্রিকার স্বতন্ত্রতা রক্ষার্থে এই পত্রিকায় প্রকাশিত লেখা পূর্বে বা পরে অন্য কোথাও প্রকাশ করা যাবে না।
৬. সর্বজয়া পত্রিকায় প্রকাশের পর লেখা সামাজিক মাধ্যমে লিংক সহ প্রকাশ করতে পারেন।
৭. কোনো নির্দিষ্ট শব্দসীমা নেই।
৮. পত্রিকার নির্বাচন মন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে গৃহীত হবে। এর জন্য কোনো তর্ক-বিতর্কের অবকাশ থাকবে না।
৯. অতিরিক্ত বানান ভুল বা ভুল বাক্য গঠনের জন্য লেখা বাতিল করা হবে।
১০. লেখা অফেরত যোগ্য। বাতিল হলে তা জানানো সম্ভব নয়।পত্রিকায় প্রকাশিত না হলে তা বাতিল বলে ধরে নিতে হবে।
১১. শিশুদের বিভাগে লেখা, আঁকা যত ইচ্ছা পাঠাতে পারেন। তবে একটি সংখ্যায় একটি প্রকাশ পাবে। পরবর্তী সংখ্যায় অন্যটি।
একটি মন্তব্য পোস্ট করুন