হেরে যাওয়া - প্রশান্ত কুমার মণ্ডল

 


একটা দুঃখের পর আরেকটা দুঃখ

এগিয়ে যেতে গিয়ে হেরে যাচ্ছি প্রতিদিন

আর জড়িয়ে ধরছে বিষাদ !

 

হারতে হারতে নিঃস্ব হয়ে গেছি

যা ছিল তাও কিছু নেই আর!

 

মাথার উপর ছাদ নেই, নেই ছায়া

নেই নেই, চারদিকে শুধু নেই নেই,

চেয়েও পাই না, ছুটে পাই না কিছু।

 

আকাশ ভেঙে পড়ছে, আলো নেই

সূর্য়ের আলোও গেছে চুরি

ভালোর দেখা নেই, অভাব ছুঁয়েছে সর্বত্র।

 

দুঃখ আর বিষাদ উপর থেকে নীচে

হেরে যাওয়া খেলা ঘিরেছে চারপাশ।

 


Post a Comment

নবীনতর পূর্বতন