বিপদ ঘরে কাঁটাতারের দেওয়াল,
কোমলতার শরীরে বর্মের পোষাক।
একলা বারান্দা বয়স একুশ,
নেগেটিভ ক্ষতের তীব্র ভাইরাস।
চোখে বাঘের তীক্ষ্ণ থাবা,
চকচকে প্রত্যয়ের উচ্চতম শৃঙ্গ।
অসীম সমুদ্রে সাঁতারু জাহাজ,
দুপায়ে খোদিত মৃত্যুর শংসাপত্র।
চৌদিকে ঝকঝকে অমর আগ্রহ,
বুকে অক্সিজেনের অফুরন্ত ভান্ডার।
গর্বিত মহীরূহের সাম্রাজ্য শিকড়,
নিজস্ব নিরাপত্তার আত্মকেন্দ্রিক বেষ্টনী।
অনন্ত দিগন্তে তীরবিদ্ধ দৃষ্টি,
স্বাধীন চেতনার পরশ পাথর।
আলো আঁধারে ভূষিত শিবির,
ভয়কে ছুঁড়ে চলমান সাহস।
একটি মন্তব্য পোস্ট করুন