অস্পষ্টতা - অরুণ চক্রবর্তী

 



ছোট ছোট কথাগুলো রয়ে যায় গোপনে

মায়াজাল বুনি চুপিচুপি এমন আলাপনে

যেখানে সহজে ঢোকে না মনশোধনের বাতাস,

কত অজানা ইঙ্গিতে হুমকি দেয় বিষন্ন জিজ্ঞাসা ক'জন বুঝি,

বিবস্ত্র হয়ে শুধু হাহাকার করে মহাকালের কিছু অজানা সংলাপ;

চৌহদ্দি ঘিরে পাহারা দেয় সন্ত্রাসের বেড়াজাল

শুকতারা,ধ্রুবতারা,কালপুরুষসপ্তর্ষিমণ্ডল জট পাকিয়ে যায় অজান্তে

চেতনা কাজ করে না,

অবচেতন ইন্দ্রিয় ফুলের সৌরভ খুঁজলে তখন আগুন ছোটে শিরা উপশিরা দিয়ে,

পুড়ে যায় মননের সব কচিপাতা

মেঘ ঘুমোয়,সূর্য বিশ্রামে তীর্থযাত্রায় আর বিষাদহরিণ প্রাণবায়ু রক্ষায় হিমসিম

 

একবিংশ শতাব্দীর পুণ্যবাণী দু'হাতে নিয়ে এভাবেই কি বেঁচে থাকা?

 

Post a Comment

নবীনতর পূর্বতন