আপন মন - বাপী নাগ

 


মন যে এক অবুঝ বড়

আপন খেয়ালে চলে।

ওরে কালো মেঘ তুই দিন

কাটাবি আমায় ভুলে।

 

মনের খবর কে যে রাখে

বোঝাতে চাই না।

কিছুই ভেবে পাইনা আমি

মন তোকে ছাড়া চায়না।

 

থাকলি না তুই আমার কাছে

অজানা কোন তেপান্তরে।

ব্যথা আমার মনেতে আছে

আছিস আমার অন্তরে।

 

অন্তরে জমানো অনেক ব্যথা

রাতজাগা পাখি ডানা ঝাপটায়

ভাবে মনে সে কত কিছু বলে

এই মন তুই কাছে আয়।

 

জীবনে অনেক প্রশ্ন আছে 

মনকে তা বলা যায়।

তোকে বললে বুঝবিনা তুই

বুঝলে তবে কাছে আয়।

 

পুড়েছে হৃদয় ভেঙেছে মন

হারিয়ে গেছে অনুভূতি।

খুঁজিসনি তুই আপন মন

ভরসা সেই পুরনো স্মৃতি।

 

Post a Comment

নবীনতর পূর্বতন