মেঘ - মুহাম্মদ আলম জাহাঙ্গীর


মেঘ করেছে মেঘ করেছে আকাশ জুড়ে, 

মেঘের ভেলা তুলোর মতো বেড়ায় ঘুরে।

মেঘের সাথে মিশে আছে জলের কনা,

হঠাৎ করে নামতে পারে বৃষ্টি মনা।

শুকনো খড়ি ধানের গাদা তুলো ঘরে

ভিজে যাবে সকল কিছু বৃষ্টি পড়ে।

শিশু-কিশোর মহিষ ধেনু ঘরে আনো,

বজ্রপাতে মরতে পারে সবাই জানো।

ঘরে বসে দোয়া করো সবাই মিলে,

বজ্রহীনে বৃষ্টি পড়ুক খালেবিলে।

মেঘের জলে এই ধরনী হবে খাঁটি,

ফসল ফলায় শত রকম দেশের মাটি।

 

Post a Comment

নবীনতর পূর্বতন