নঞর্থক - তৈমুর খান




মহিমার বাতায়ন খুলি নাকো আর

সব ভাষা মূর্খের ভাষা হয়ে যায়,

সব দিন ধূসর রোদের দিন

একাকী তাঁবুর নিচে ঘোর পরাজয়

আত্মগোপনের গ্লানি ফিরে ফিরে আসে;

 

কোথায় উদ্ধত উদ্যমের ঘোড়াটি আমার?

কোথায় সুতীক্ষ্ণ মেধাবী তরবারি?

সীমাহীন যুদ্ধের ভেতর আজ যুদ্ধহীন

বাঁচাকে মৃত্যুর কাছে করি সমর্পণ,

 

 আমাকে কি দেখতে পাই আমি?

 নিজেকে নিজের মতো ছুঁতে পারি?

 নিজেকে নিজের নামে ডাকা যায় তবে?

 কোন্ আগুন ছোঁয়ালে পৌরুষ জাগে বাক্যের ক্রিয়ায়?

 

 চারিদিকে মুখর কলরবের সঙ্গীত

 যশের মুকুট দোলে, সফল সম্রাট

 নর্তকীর নিগূঢ় নিতম্বে রাখে হাত

 এসব উৎসব-বাক্যে শুধু আমিই নঞর্থক!

 

Post a Comment

নবীনতর পূর্বতন