মাঝে মাঝে মনে হয় সরে আসি
নিজেকে গুটিয়ে নিয়ে
ওই শামুকের ছোট্ট খোলে।
পারি না জানো?
একা থাকা তো অনেক হলো
এবার না হয় সঙ্গী হলে।
আমার বড্ড শীত,
চোখের পাতায় শিশির পড়ে
আমি বসে উষ্ণতার খোঁজে
শুধু তোমায় চুমু খাবো বলে।
সম্পর্ক খুবই জটিল বিষয়
কোথাও একটা ভাঙে তো একটা গড়ে।
রাতের বেলা যখন সবকিছু নিস্তব্ধ
স্বপ্নে যেন তোমায় দেখি
ঘুম ভেঙে যায় হঠাৎ করে।
দেখি তুমি পাশে নেই
কোথায় যেন গেছো চলে।
জানি আমার জন্যে দয়া হয় তোমার
লাজ-লজ্জা হীন এক ছন্নছাড়া ছেলে
কি বা আছে তার!
শুধু ওই কলমটুকু ফেলে।
তবুও যেন কোথাও সে তোমায় ভালোবাসে,
নামহীন,গোত্রহীন কোনো এক বাউণ্ডুলে।
একটি মন্তব্য পোস্ট করুন