সে এক সময় ছিল বটে!
বাঙালি স্বপ্ন দেখত বেশ.
বাংলা হবে দেশের ভাষা
বাঙালি পাবে স্বাধীন দেশ
সে এক সময় ছিল বটে!
বাঙালি যোগ্য সুসন্তান
প্রতিবাদে ভয় পেত না
এগোত গেয়ে জয়ের গান।
সে এক সময় ছিল বটে!
বাংলা ফুটত তখন রাগে,
সবার দাবি, সকল কাজে
বাংলা থাকবে সবার আগে।
সে এক সময় ছিল বটে!
দেশে দিন বদলের পালা;
রক্ত দিয়ে চলছে লেখা
বাংলার প্রাণের বর্ণমালা।
সে এক সময় ছিল বটে!
বাঙালির জেদের হল জয়
বিশ্ব সভায় বাংলা ভাষা
পেল এক নতুন পরিচয়।
সে এক সময় ছিল বটে!
শত্রুরা হার মানল শেষে;
বাঙালি পেল স্বাধীন দেশ,
বাংলা উঠল আবার হেসে।
একটি মন্তব্য পোস্ট করুন