একা - হাসি বসু



একটু একটু করে গুছিয়ে নিতে নিতে 

কখন যেন গুটিয়ে নিয়েছি নিজেকে

মানুষের মুখের ছবি আঁকার জন্য 

ঘরের বাইরে বেরিয়ে যাইলোকাল ট্রেনের 

কামরায়চৌরঙ্গীর মোড়ে বা শহিদ মিনারের

নিচেওখানে কারোর মুখ চেনা যায়না 

সবার ক্লান্ত স্বেদাক্ত মুখে প্রশ্ন চিহ্ন,সন্দেহের 

আঁকিবুঁকি। তখন অগোছালো রঙ তুলি

ক্যানভাস নিয়ে বসে থাকি রাস্তার ধারে

ছবি আঁকি ঝোড়ো হাওয়ার। 



একটাও ঘুড়ি উড়ছেনা বিকেলের আকাশে,

 আজকাল আকাশও  বড়ই একা

Post a Comment

নবীনতর পূর্বতন