অজস্র নক্ষত্রের দল অপলকে চেয়েছিল ,
জ্যোৎস্নার সেই রাতে মহুয়ার গন্ধে -
পৃথিবী মাতাল হয়ে ছিল আমার সাথে।
তোমার কাছে আব্দার করেছিলাম,
একটা মহুয়া ফুলের মালা চেয়েছিলাম তখন -
মালাটা চুলে জড়াবো ,যাতে গন্ধ তোমায় বিভোর করে।
পৃথিবী জুড়ে কত নামিদামি ফুল ফুটে আছে,
আমি সামান্য একটা মহুয়ার মালা চেয়েছিলাম -
তুমি বোঝোনি আমি তোমার সান্নিধ্য চেয়েছিলাম,
তুমি বোঝোনি চোখের ভাষা -
আমি যে তোমার নেশায় বুঁদ হতে চেয়েছিলাম ।
তোমার কাছে একটা আব্দার করেছিলাম,
একটা লাল কাঁচ পোকা টিপের পাতা চেয়েছিলাম -
তুমি কতো দোকান খুঁজলে কিন্তু সেই টিপ পেলে না ;
তুমি বোঝোনি আমি টিপের বাহানা করেছিলাম,
তোমার স্বীকৃতি টুকু চেয়েছিলাম।
যখন তোমার বাঁশি শুনতে চাইলাম তোমার কাছে -
তখন তুমি বুঝতে পারলে -
আমি মরেছি, একেবারে মরেছি
আমি তোমায় ভালোবেসে ফেলেছি ;
অপেক্ষায় বোধহয় তুমি ও ছিলে -
তাইতো রাহাজানি করতে মুহুর্ত কাল সময় নিলে না ;
উজানে ভাসলাম দুজনে তীব্রতর উন্মাদনায় ,
বুকের মাঝে সবলে জড়িয়ে নিলে নিজের সবটুকু দিয়ে
বেহায়া ভালোবাসার কাছে হেরে গেলাম দুজনে।।
একটি মন্তব্য পোস্ট করুন