সীমান্তে গাছ! বটগাছ!
বিস্ময়ে হতবাক উভয় সীমান্তরক্ষী।
সীমান্তরক্ষীর নজর এড়িয়ে একটি পিঁপড়েও
গলতে পারে না ... অথচ... কপালে চিন্তার ভাঁজ
মূল বিছাতে তো সময় কম নয় ...।
মানুষের মেদমজ্জা নয় শুধু একটি গাছ
বড় হলে বিচার না করে
ছায়া বিলাবে, প্রাণবায়ু দেবে, দেবে আশ্বাস।
পাখিরা অসীমের সন্ধানী, স্বচ্ছন্দ বিচরণ যত্রতত্র।
ঠোঁটে বইবে সুর
আজান আমেন বা গায়ত্রী লঘু করা সাম নয়
সাম্যের আবেদন।
উভয় দেশে শাখা মেলা বটগাছ
সৃষ্টির আদিলগ্নের আশ্বাস ছায়ায় মানুষ
শুধু রক্তমাংস নয় ধীমান মানুষ...
নজরে নজরে বড় হয় অনাপত্তির প্রশ্রয়ে।
একটি মন্তব্য পোস্ট করুন