তোমার মেঘে ঝড় উঠেছে , আকাশ ঘন কালো,
আমার মেঘের মন ভালো নেই, অশান্ত এলোমেলো।
তোমার মেঘে বৃস্টি ঝরে, গুরু গুরু ডাক,
আমার মেঘের দুচোখ কাঁদে, লুকিয়ে মনের দাগ।
তোমার আকাশ তোমার বাতাস , তোমার সবুজ ঘাস,
আমার আকাশ বড্ড একা , ছাড়ে নিঃশ্বাস।
তোমার নদী শীতল যদি, কুলকুল বয়,
আমার নদী গতি হারায়, প্রানের মাঝে ভয়।
তোমার সূর্য শান্ত ভারী, উজ্জ্বল তার রঙ,
আমার সূর্য বড্ড জেদি, পায়না খুঁজে সঙ।
তোমার হৃদয় ভাঙার আওয়াজ শুনতে পাওয়ার আগে,
আমার হৃদয় টুকরো তখন , শত কোটি ভাগে।
তোমার কাছে হাজার সুখ, হাজার চাঁদের আলো
আমার আছে হাজার দুঃখ তবু তুমি থাকো ভালো।
ভালোবাসা প্রাপ্তি নয়, ত্যাগই আসল ধারা,
আমি পারবো বাঁচতে
ঠিকই তোমার সঙ্গ ছাড়া।
তবুও মন আশা রাখে, জিত আমার হলে,
তুমি আমি আমরা হব, হাজার বাধার ছলে।
কলমে - প্রি য়া ম হ ন্ত
একটি মন্তব্য পোস্ট করুন