সারা
বিশ্ব জুড়ে লকডাউন
গৃহস্থের
সদর আজ বন্ধ
শেষ
হল বুঝি অতিথি আপ্যায়নের পালা
সারা
বিশ্ব আজ তোলপাড়।
দেশে
দেশে শুরু হয়েছে মৃত্যুমিছিল,
শস্যশ্যামলা
বসুন্ধরা আজ হয়েছে ম্লান
পৃথিবীর
সমস্ত মানুষ গৃহবন্দী
ভীত,সন্ত্রস্ত
মানুষের দল কাপড়ে ঢেকেছে মুখ
একটাই
নাম করোনা।
ওর
পদবী নাকি ভাইরাস!
বেশ
তো ছিলাম
ভুলেছিলাম
ছিয়াত্তরের মন্বন্তর,
ভুলেছিলাম
অতীত
আবার
ফিরে এল মহামারি।
তিন
অক্ষরের এই শব্দটা
সারাবিশ্ব
করলো তোলপাড়!
একি
করলে তুমি চিন
ইতালি
করলে শ্মশানপুরী
ইজরায়েলে
দিলে হানা,
আমেরিকায়
মৃত্যু সংখ্যা যাচ্ছে না আর গোনা।
এসেছ
এবার ভারতে তুমি
ভারতশক্তি
এখনও তোমার অজানা।
আশ্চর্য
প্রাচীর ভাঙলে নিজে
করলে
আশ্চর্য করোনা।
মেঘের
পরে সূর্য হাসে
হয়তো
তুমি জানো না।
কলমে - অ ত সী দে
একটি মন্তব্য পোস্ট করুন