আকাশে আজ পাল তুলেছে সাদা মেঘের ভেলা,
উত্তর
-পশ্চিমে ছুটছে শুধু বারুদেরই গোলা,
অসুরেরা
করছে শুধু বিকট
অট্টহাসি,
সীমান্তে
শুধু কান্না চাপা, গুমরে রাশি রাশি,
মানবতা
কফিন বন্দী,
দিনে
নগ্ন ফাঁসি।।
এ
কোন শরৎ দেখছে সবাই মাগো,
শক্তি
রূপে, মাতৃ
রূপে, করুণা
ধারায় জাগো।
গর্জে
ওঠো, দানব
দলিনী, দুষ্ট
দমন করো,
ধরণীর
বুকে শান্তিদায়ীনি বিপদতারণ করো।
তোমার
অসীম কৃপায় মাগো, ত্রিশূল তুমি ধরো,
অসহায়
সব সন্তানদের,
দশ
হাতে আগলে ধরো।।
তবেই
শক্তিরূপে সবাই
, ডাকবে তোমায় মাগো, অনাসৃষ্টির কাঁটাতারে জাগো, মাগো, জাগো।।
ঘরে
ঘরে হোক পূজিতা দুর্গা, পূজিতা বারাঙ্গনা
সবার
মাঝেই তুমি আছো জুড়ে, জাগুক মাতৃবন্দনা।
নতুন
আকাশ, নতুন
সকাল, নতুন
দিনের হাসি
নতুন
শরৎ, আশ্বিনেতে
দেখবে জগৎবাসি।।
সোনার
আলোয়, খুশির
জীবন বাঁচবে সবাই মাগো,
কাশের
বনে, পদ্ম
বনে, ভোরাই
সুরে জাগো।
আগমনীর
সুরে স্বরে,
আশার
সানাই বাজো,
শিউলি
ডালে খুশির দোলা, হৃদয় বীণায় জাগো l
অপরাজিতা, সর্বজয়া, মাতৃরূপে
তুমি,
কল্যানী
রূপে, সদাবিরাজ
দেখবো তোমায় আমি।।
কলমে - সূ র্য ত পা
একটি মন্তব্য পোস্ট করুন