কাক নিয়ে গেল কান

  


আজ শিপ্রাদের বাড়িতে খেলার দিন


"এই দেখ দেখ তোর কানটা কাকে নিয়ে চলে গেল" - ইশা শিপ্রাকে বলল। 


ইশাও কিছু না ভেবে কাঁদতে শুরু করে দিল - "ও মা গো আমার কানটা কাকে নিয়ে চলে গেল গো ও ও ও! এরপর আমি কী করে শুনবো গো ও ও ও! ও মা গো ও ও ও ও ও! " 


শিপ্রার মা শিপ্রার কান্না শুনতে পেয়ে দৌড়ে এলেন, ভাবলেন কী আবার হল রে বাবা! আবার কার সাথে ঝামেলা হল ! তাহলে আজ সারাটা দিন মাটি হল, আজ আর ফ‍্যাচফ‍্যাচানি থামবেই না! 


এসে দেখলেন সবাই হাসছে আর শিপ্রাই শুধুমাত্র কাঁদছে! ইশা সবার মধ্যে একটু পরিণত, এটা শিপ্রার মায়ের মনে হয়। তাই ওকেই জিজ্ঞাসা করলেন কী হয়েছে? যা শুনলেন তাতে করে অন‍্য কেউ হলে ইশাকেই বকে দিত। কিন্তু শিপ্রার মা বুঝলেন, অন‍্যকে বকে লাভ নেই, নিজের মেয়েকেই বোঝাতে হবে। 
শিপ্রার মা শিপ্রাকে ওর বন্ধুদের কাছ থেকে একটু দূরে নিয়ে গেলেন। শিপ্রাকে কাছে ডেকে বললেন - "মা কাঁদছ কেন? আগে তুমি হাত দিয়ে নিজের কানটি দেখ দেখি!"

শিপ্রা হাত দিয়ে নিজের কান দেখল। অবাক হয়ে ওর মাকে বলল - "মা কানটা তো আছে! কাক নিয়ে যায় নি তাহলে!" মাথা চুলকে আবার বলল - " কিন্তু... কিন্তু ইশা যে বলল!"

এইকথা শুনে মিতাদেবী স্মিত হেসে বললেন - "শোন মা একটা কথা সবসময়ই মনে রাখবে, কেউ কিছু কথা বললে সেই কথা শুনে প্রথমেই উত্তেজিত হয়ে যেও না কেমন! সেই কথার সত্যতা যাচাই করবে, তারপর নিজের মতামত দেবে। যাঁরা বুদ্ধিমান ব‍্যক্তি হন তাঁরা তাই করেন। আর আমার সোনামণি খুবই বুদ্ধিমতী তাই না?"

শিপ্রা বলল - " হ‍্যাঁ মা বুঝেছি। আমি এই কথাটা সারাজীবন মনে রাখব।"  


শিক্ষা : বতর্মান সমাজে আমাদের সচেতন হওয়া খুব দরকার। কারণ, 'কাকে কান নিয়ে চলে গেল' বলার অনেক লোক আছে, কিন্তু শিপ্রার মায়ের মতো বোঝানোর মানুষ খুব কম। 


কোথাও যদি বিতর্ক মূলক কোনো খবর বা ঘটনা শুনতে পান তবে অবশ্যই তার সত‍্যতা যাচাই করুন। তা যদি না পারেন তবে সেইসব নিয়ে বেশি মাতামাতি করে বোকার মতো নিজের ও সমাজ জীবনের অশান্তি ডেকে আনবেন না। এই হুজুগে মানুষদের জন‍্য আজ এত সুন্দর সৃষ্টি ধ্বংস হতে বসেছে। 

 গঠনমূলক সুষ্ঠ সমালোচনা অবশ্যই কাম‍্য। আমরা নিজেরা বুঝতে পারিনা কী দুর্বলতা। তাই অন‍্যের সমালোচনা দরকার। কিন্তু সেই সমালোচনা করতে গিয়ে ঘৃণা ছড়ানো খুব খারাপ। হেরে গেলেও সুষ্ঠভাবে পরাজয় স্বীকার করাও একজন সভ‍্য শিক্ষিত মানুষ গুণ। যে তা করে না সে পুঁথিগত শিক্ষিত হলেও আসলে অশিক্ষিত। 


কলমে - সোমা লাই

Post a Comment

নবীনতর পূর্বতন