পেরেম - সোমলতা


- বিয়ে করবি তো আমায়? 

- হুম্ 

- দেখ সত্যি করে বলছিস তো? 

- হুম্ 

- না করলে মরে যাব! 

= হুম্! হুম্! 


রাজেশ আর শ্রেয়া একে অপরকে খুব ভালোবাসে! ওরা বলে ওদের ভালোবাসা ফেবিকলের মতো!শ্রেয়ার বাড়ির কেউ রাজী হয়নি, তাই আজ শ্রেয়া ঠিক করেছে বাড়ি থেকে পালিয়ে যাবে। দুজনে একটা শক্তপোক্ত পরিকল্পনা করল। পরিকল্পনা মত ওরা পালাতে সক্ষম হল। 


আজ ওদের বিয়ে। শ্রেয়া খুব খুশি! স্বর্গীয় সুখ অনুভব করছে! সবকিছুই ঠিকঠাক চলছিল, হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যার জন‍্য রাজেশ তৈরি ছিল না! পুলিশের গাড়ি মন্দিরের সামনে এসে হাজির হল, সাথে  শ্রেয়ার বাড়ির লোকজনও এসেছে। পুলিশ শ্রেয়াকে রাজেশের প্রতারক হওয়ার প্রমাণ দিল। শ্রেয়া নিজের বোকামির জন‍্য লজ্জিত হল। রাজেশ গেল 'শ্রীঘর', আর শ্রেয়া নিজের বাড়িতে। শ্রেয়া বাড়ির লোকজনের কাছে ক্ষমা চাইল। সবাই স্বাভাবিকভাবেই রাগ করেছিল, কিন্তু ওর আপনজনেরা এটাও খেয়াল রেখেছিল শ্রেয়া যাতে এই ভয়ংকর স্মৃতি থেকে বের হয়ে নতুন করে জীবন কাটাতে পারে। 


এক বাচ্চার বাবা বিবাহিত রাজেশের প্রতারণা, নারীপাচার প্রভৃতির জন‍্য কঠোর শাস্তি হয়েছে। 

 রাজেশের মতো বহু মানুষ আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। সবার ভাগ‍্য শ্রেয়ার মতো ভালো হয় না।  শুধুমাত্র ছেলেরা নয়। বহু মেয়ে প্রতারকও আছে। তাই সবার উচিত সাধারণ বুদ্ধি প্রয়োগ করে সতর্কতা অবলম্বন করা, এতে আখেরে নিজেরই লাভ!


ছবি সৌজন্যঃ আন্তরজাল

Post a Comment

নবীনতর পূর্বতন