ভীড় - প্রতীক মিত্র

 


 

ভীড় বাড়ছে।

ক্রমে ভীড় বাড়ছে।

বাচ্চার কান্নার আওয়াজ, আকাশে উড়োজাহাজ, প্রতিবেশির ঘর থেকে

হিন্দী সিনেমার গান, মন্দিরের ঘন্টা, আজান...

কিছু মানুষ মনে হয় তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছালো বোধ হয়।

তবু লোক কমছে না।

বেড়েই চলেছে।

একটু আগে তেড়ে গরম ছিল।

ঘামে ভিজে গিয়েছিল অধিকাংশের ধৈর্য্য।

সময়ও যেন অন্যদের সাথে অপেক্ষা করে করে 

একটি ধীর স্থির ক্লান্ত।

ধর্ম, রাজনীতি, দেশ, সেই সমস্ত কিছুর কারণে

মানুষ মুখ্য থেকে গৌণ কিম্বা গৌণ হয়ে যায়

সেগুলো ব্যতিরেকেই ভীড়ই বেড়ে চলেছে।

এরপর বৃষ্টিও নেমেছিল।

ভীড় কিন্তু কমেনি।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন