তুমি বল হাঁস,
আমি শুনি বাঁশ,
তারপর? দুজন লেগে যাই ঠাস ঠাস!
আমি বলি "দেব খোঁপায়
ফুল?"
তুমি বললে, "কী! ভাতে পরেছে চুল?"
তাপপর? দু'জনে
সে কী হুলুস্থুল!
জানালাম, "টিভিতে শুরু হয়েছে মীরাক্কেল"
তুমি বললে “আমার আছে, তোমারই নাই আক্কেল”
আর তুমি? "একটা বেকুব, বেআক্কেল”
তুমি বললে,“ওগো তুমিই আমার আপন”
সন্দেহে আমি বলি“তোমার আরও
আছে এক গোপন”
তারপর সেকি চিৎকার “হায়!
হায়! ভেঙ্গে গেছে মোর স্বপন”
আমি বললাম“কি সুন্দর আলো”
তুমি বললে, "কত বড় সাহস! আমারে কও কালো?"
তারপর? জ্বালো আগুন জ্বালো!
------
বন্ধ ছিল সপ্তাহ দুই, আজ হল কথা।
মুরুব্বি এলে সংলাপ, হয়ে যাবে যা-তা!
নাহ! মুরুব্বি বাদ! দু'জনেই বসে বলছি মনের কথা।
অদৃশ্য কাজে ব্যস্ত কেউ
কাউকে শুনি না!,
জলসা, ফেবু, মোবাইল
এর বাইরে কিছু চিনিনা,
একসঙ্গে হাঁটাহাঁটি? এটা এখন একদম কল্পনা!
হাতে হাত, বুকে মাথা, জোৎস্নায় বসে দু’জন ছাদে;
ভুলগুলো মনে হলে মনটা ভিষণ
কাঁদে,
দু’জন দুজনকে যে কত ভালোবাসি, অর্ন্তযামীই শুধু জানে!
একটি মন্তব্য পোস্ট করুন