রবি পূজা - অনির্বাণ রায়

 


মূর্তি তোমার মোড়ে মোড়ে, রাজপথে

দেওয়ালে টাঙানো প্রতি ঘরে যত্নেই।

সময়ের দায় শেষ হলে শপথে,

পূজার ছলেই ভুলে যাওয়া তোমাকেই। 

 

ঠাকুরের গান ওই শুনি ঘরে ঘরে...

জাতিরও গর্বে ইতিহাস আশ্রয়।

বৈশাখে জেগে স্মরণের অক্ষরে

শ্রাবণ বারিষে ধুয়ে মুছে তার ক্ষয়। 

 

আজও রয়ে গেছে সভ্যতা সংকটে,

ওরা কাজ করে যেরকম করে যেত,

তোমাকে জড়িয়ে জীবিকার জ্যাকপটে

ব্যবসা আজকে ভীষণ অভিপ্রেত। 

 

তোমার বাণীর থেকে আজ বড় তুমি

ঠাকুর হয়েছ মূর্তিতে, সম্ভ্রমে,

গানের ওপারে বিবেকের সমভূমি

সুর হারিয়ে কি পথ খোঁজে বিভ্রমে?

Post a Comment

নবীনতর পূর্বতন