ক্ষণিক দাঁড়াও, কৃষ্ণচূড়া - গোবিন্দ মোদক



ক্ষণিক দাঁড়াও, কৃষ্ণচূড়া 

তোমার আকাশে এঁকে দিই আরও একটু লালিমা 

যে সমূহ শোক, শোকগান, শোকগাঁথা 

রেখে গেছে গুহাবাসী মন 

আজ তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে 

জ্বালাও আগুন 

জ্বলে উঠুক দাউ দাউ শতাব্দীর চিতা 

পুড়ে ছাই হোক সভ্যতার অভিশাপ! 

তারপর?

তারপর নিটোল এক সবুজ পৃথিবী 

নরম ঘাসের বিছানাজুড়ে শুয়ে থাকে 

সদ্যোজাত আগামী 

নরম রোদের বিলাসিতা তার শরীর জুড়ে 

সতেজ বাতাস খেলা করে তার অনাবিল চুলে

কোমলতা ফিরে ফিরে আসে তার মন জুড়ে

সবুজ কিশলয়ের মতো। 

ক্ষণিক দাঁড়াও, কৃষ্ণচূড়া! 

স্বপ্ন দেখ দেখার স্বপ্নগুলো ঝেড়ে-বেছে তুলে আনি 

আর একবার নতুন করে।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন