ফাল্গুনে_বিকশিত - আশীষ বসু



 মাঘের শেষে ঘুমের দেশে

চলেছেন সব নায়িকার বেশে 

বেদনা বিধুর স্তব্ধ বিকেলে

স্বপ্নরা ম্লান চারিপাশে । 

 

আকাশে প্রদীপ জ্বালিয়ে দিয়ে

সুরের মালা ছড়িয়ে দিয়ে

বলছে আমাকে হাতছানি দিয়ে

দেখত চিনতে পার কিনা ?

 

কখন আবার অন্য কোথায় 

ডেকে বলে সবে ওরে আয় আয়

আমাদের ছুটি চল আকাশেতে মাতি 

 উজ্জ্বল এক ঝাঁক পায়রার মত । 

 

জীবনের সব বেদনার দিনে

জীবন এগিয়ে চলে স্মৃতির বিহনে

তখন আমার ছিল একুশ বছর

মঙ্গল দ্বীপ জ্বেলেছি সকল প্রহর । 

 

আজ আবার ফিরে যাই স্মৃতির গোপনে

জীবন পুরের সেই পলাতকের পানে

অন্তিম শয়ানে ভাসে  চির তরুণ

পেয়েছে আজ ছুটির নিমন্ত্রণ ।

Post a Comment

নবীনতর পূর্বতন