জীবের সবচে' আপনার ধন
শরীরখানা তার,
ওটাই যদি বিগড়িয়ে যায়
সব কিছুতেই হার।
মনের মাঝে আঁধার নামে
দিনেই সন্ধ্যা হয়,
স্বপ্ন ভাঙে অহর্নিশি
ভীষণ লাগে ভয়।
দুঃসময়ে অসহায় জীব
মানছে যখন হার,
যে জন ফেরান অমূল্য প্রাণ
সে জন রে ডাক্তার।
পিতার মতো গুরুর মতো
দেন শিয়রে হাত,
তিনিই তখন অট্টালিকা
জীবন ঘরের ছাদ।
রোধ করে দাও অকাল প্রয়াণ
তুমিই যে ডাক্তার,
বিধাতার দূত পরশমণি
প্রণাম বারংবার।
একটি মন্তব্য পোস্ট করুন