তবু ফেলে আসি জীবন
ফেলে আসি কথকতা
আমরা ভুলে যাই গালিচা পাতা
সবুজ প্রান্তর
ভুলে যাই কবিতা। কখনো
মৃতপ্রায় ঝরাপাতার নিঃসঙ্গতা
।।
একা একা ফিরে আসি শিফন
বাড়ি
অদূরে ধানসিঁড়ি
আশ্বিনের পোয়াতি ধানের
সুবাস
তখনো লুকিয়ে রাখি জীবন।
জীবনের প্রথম রোদ্দুর ।।
ইতিহাস কান পাতে
স্বপ্ন ভাঙে করতোয়া নদী
জলে জলে রূপোলি মাছ।
প্রতিদিন নাবাল জমিনে জলোচ্ছ্বাস
।।
কথার পৃষ্ঠে কথা রাখি
ক্লান্ত দুপুর
আধশোয়া রোদে এলিয়ে দিই
মাথা
আমার ঊনিশের কবিতা ফুল হয়ে
ফোটে। ঊনিশ হয়ে ওঠে জন্মদিন উৎসব
।।
জীবন হাতড়াই
কৈশোরের বৃষ্টি নামে
বিদিশার দুচোখে
সোহাগ পাতায় স্বপ্নগুলো
সাজাই
দূরে দূরে গ্রাম। মায়াবী
রাত কেবল বিদিশা কাছে নেই ।।
হৃদয়ের দুঃখগুলো গোলাপ হয়ে
ভাসে। কাঁটার আঁচড়ে ভাসে শূন্য হৃদয় ।।
একটি মন্তব্য পোস্ট করুন