প্রস্থানের দরজা একই - উদয়ন চক্রবর্তী

 


রক্তের অণুরা নিরন্তর আলপনা আঁকে,

কখন কোথায় কেন কোন অজুহাতে  

কেউ জানে না

পৃথিবী দুহাত তুলে শব্দহীন কান্নায় ভাসে,

চোখের জল পৃথিবী ফিরিয়ে দেয় নীল

আকাশের শূন্যতায়

চাঁদ এসে নিয়ে যায় সংরক্ষণে

 

ছাদের কার্নিসে বৃদ্ধ চিল বিশ্রামের অছিলায় শিকার খোঁজে 

শেষ ট্রেনে ফিরে আসে ক্লান্ত শিয়ালের দল,

রেলের পাথরগুলো তন্দ্রা গেলে, স্টেশন 

মাষ্টার বউ-ছেলের ছবি দেখে 

নীরবতার ভেতর ধুমকেতু আছড়ে পড়ে 

বাবুই এর মত একপাক একপাক ঘুরে যাপন শৈলী দিয়ে গড়া জীবন 

ফানুসের মতো ভেসে চলে ইচ্ছে মতো,

তবে প্রস্থানের দরজা সবারই একই

যত অবহেলা অবাঞ্ছিত হোক সে ভ্রমণ।

Post a Comment

নবীনতর পূর্বতন