সূর্য
যেন মুখ লুকালো
মেঘের অন্তরালে,
শীতল
হাওয়া বয়ে গিয়ে
দেহ
শিহরিত করে তোলে।
কোথা
থেকে ফিরে এলো!
কালো মেঘের দল,
চাষিরা
আজ বড্ড খুশি
চল রে মাঠে চল।
উত্তাপের
আজ দহন বেলা
ঘুচিয়ে দিয়ে যাক,
ধুইয়ে দেবে এই ধরণী
কালো মেঘের ঝাঁক।
ধেয়ে
এলো বৃষ্টি ফোঁটা
এই ধরণীর বুকে,
উঠলো
জেগে সতেজ প্রাণ
ব্যাঙ উঠল ডেকে।
শুকনো
সব প্রাণ পেল যে
উঠল মাথা তুলে,
প্রথম
বর্ষায় বাঁচল সবাই
থাকল ধরাতলে।।
একটি মন্তব্য পোস্ট করুন