মাগো আমায় এনেছিলে এই পৃথিবীর আকাশ তলে ,
ছিল না তা সহজ মাগো , বড়ই কষ্ট করে ছিলে ,
বিনিময়ে চাওনি কিছুই , চেয়ে পাওয়া যতটুকু ,
সন্তান জন্মদান করে ভরাক মায়ের কোলটুকু ,
এই তুমি মা , এতে নেইতো ছলনা , নেই প্রবঞ্চনা,
কিন্তু তুমি মা , আমরা যে সন্তান , যেন কখনো ভুলিনা ।
মাগো তোমার রক্ত দিয়ে , দিলে আমার প্রাণ ,
বসুন্ধরার বুকে মায়ের শ্রেষ্ঠ অবদান ।
তোমার অঙ্গীকারের মূল্য , অসীম তোমার ঋণ ,
সারা জীবন প্রাণপাত করেও আমরা রব দীন ।
মাগো যে মমতা ভালোবাসা দিলে হৃদয় ভরে ,
মাপকাঠিতে মেপে শোধ যায় কোন প্রকারে ?
মা ডাক ডেকে ভুবন চিনি , চিনি বিশ্বমাতা ,
এই জগতে মাখিয়ে দিলে দরাজ মমতা ।
জগৎ ভরা আলোর দেখা , তোমার মুখেই চেয়ে ,
তোমার স্নেহ দৃষ্টি পাতে দিলে আলোয় মাখিয়ে
।
মাগো তোমায় যতই ডাকি , ততই মধুর লাগে ,
তোমায় শিরে বরণ করি , করি সবার আগে ।
মা আমার মা , আমায় ভুলতে বোলো না ,
জগৎ যতই অন্ধকার হোক , হোক না ছলনা ।
একটি মন্তব্য পোস্ট করুন