যাওয়ার সময় - অনিকেত কর্মকার

 


 

গেটের বাইরে কত যে ভিড়

ভিড় করে যে বন্ধুগুলো,

রয়ে যাবে তারাই হৃদয় জুড়ে

বছর যেন কেটেই গেল।

হবেনা দেখা রাস্তাঘাটে

আসবে না কেউ খেলতে মাঠে,

ফিরে দেখা স্মৃতির ভিড়ে

আঁকবো আমরা অকপটে।

ফেরা মানেই ক্লাসরুমেতে

বেঞ্চ নিয়ে যে টানাটানি,

একটু ঝগড়া মারপিটের মাঝে

আমাদের শুধু আড়ি আড়ি।

হবেনা চাপা সাইকেলেতে

দুই তিনজন একসাথেতে,

থাকবে খালি সাইকেলটা

বলবে শুধু ইশারাতে।

টিফিন ছিনিয়ে নেওয়ার জন্য

থাকবে নাকো কেউ যে এমন

হবে না আর ক্লাসরুমেতে

সরস্বতী পুজোর নাচন কোদন।

স্যারদের নাম দেওয়াটা

রয়েই যাবে দেওয়াল জুড়ে,

জানি খুব কষ্ট হবে

তারাই যে মনের ঘরে।

হারিয়ে যাবে সৌমিত্র বাবুর

চোখ বড় করে তাকানোটা,

হারিয়ে যাবে প্রত্যেক স্যারের

ক্লাসরুমে সেই ভালোবাসাটা।

এই দু'বছরে যা- পেয়েছি

তাই যে আমার কাছে অনেক কিছু,

দিনগুলো যে কেটে গেল

কষ্টে যেন মাথা নিচু।

ভুলব না এই স্কুলটাকে যে

ভুলবো নাকো স্মৃতির ভিড়ে,

যা দিয়েছে, যা পেয়েছি

রইবে আমার হৃদয় জুড়ে।।

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন