আজ আকাশ রক্তের মতো লাল
সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল কাল
মনে হচ্ছে কে যেন রক্ত ছিটিয়ে দিয়েছে
এবং তার ছিটা মেঘের গায়ে পড়েছে
ইচ্ছে করছে এখন আকাশে পাড়ি দিতে
সেখানে গিয়ে তা স্পর্শ করে নিজ হাতে
শুধু চোখে দেখে ভরে না আমার মন
অনুভবও করতে চাই আমার এই তন
মাঝে মাঝে মেঘগুলো আকার নেয় বিচিত্র
কারণ আকাশ জুড়ে তারা ভেসে বেড়ায় সর্বত্র
এই অসমাপ্ত আকাশ ঘিরে আছে পুরো বিশ্ব
আজ পর্যন্ত সেটা কখনো হয়নি অদৃশ্য
খোলা আকাশের নীচে প্রকৃতির পোশাক পড়ে
শুধুমাত্র একটিই ভাবনা মনে আসে ‘ইচ্ছে করে’।
একটি মন্তব্য পোস্ট করুন