আষাঢ়স্য প্রথম দিবসে - সৌরীণ মুখার্জী


 

  ঘুমহীন রাতগুলো জেগে ওঠার পরে

সকালের মস্ত অববাহিকা জুড়ে যা কিছু পড়ে থাকে

তা বৃষ্টি নয়মেঘমল্লার আর বোতামহীন হাওয়াদের অর্থহীন প্রলাপ

 

পা ভেজার কথা ছিলোঅথচ মন ভিজে আছে কতকাল

দেখা হয়নিকথা হয়নিকত অভিমান অকালে ঝরেছে।

 

দূরপাল্লার ট্রেন বেরিয়ে গেলে হাহুতাশ আগলে বসে থাকি

সংসারে বাড়ন্ত চালডালসুখশান্তি এবং 'তুমি'-

গরাদের গায়ে জমে ওঠে অবেলার মনখারাপ

 

আজ তেরো দিন পরে আবহাওয়ার পূর্বাভাস এল

কদমের কুঁড়িগুলোও এবার ফুটতে শুরু করেছে

ভেজার অসুখ এবার সত্যি হোকতোমার দিব্যি

বানভাসি হবো আরও একবার

শেষবার।

Post a Comment

নবীনতর পূর্বতন