ঘুমহীন রাতগুলো জেগে ওঠার পরে
সকালের মস্ত অববাহিকা জুড়ে যা কিছু পড়ে থাকে
তা বৃষ্টি নয়, মেঘমল্লার আর বোতামহীন হাওয়াদের অর্থহীন প্রলাপ
পা ভেজার কথা ছিলো, অথচ মন ভিজে আছে কতকাল
দেখা হয়নি, কথা হয়নি, কত অভিমান অকালে ঝরেছে।
দূরপাল্লার ট্রেন বেরিয়ে গেলে হাহুতাশ আগলে বসে থাকি
সংসারে বাড়ন্ত চাল, ডাল, সুখ, শান্তি এবং 'তুমি'-ও
গরাদের গায়ে জমে ওঠে অবেলার মনখারাপ
আজ তেরো দিন পরে আবহাওয়ার পূর্বাভাস এল
কদমের কুঁড়িগুলোও এবার ফুটতে শুরু করেছে
ভেজার অসুখ এবার সত্যি হোক, তোমার দিব্যি
বানভাসি হবো আরও একবার
শেষবার।
একটি মন্তব্য পোস্ট করুন