ঠিকানা - সৌমিত্র উপাধ্যায়

 


 

মাঝে একদিন 

প্রজাপতির পাখা থেকে উড়েছিল হিম 

ধূসর বেগুনি ছটায় 

বাঁধা পড়েছিল সোনার হরিণ

 

ভেজা হাওয়ায় ভাসছে পরাগ 

প্রীতির আড়ালে একরাশ কালো মেঘ নবোঢ়ার মত ছুঁয়ে যায় রেশ 

দিনের প্রবেশ

 

হাওয়ায় ভাসা লবণ

জীবিত করেছে ঝড়ের আস্ফালন 

বিঘ্নিত ক্ষয়ের থেকে 

রক্ত ঝরেছে অম্লান 

 

দিকনির্ণয়ে ভুল 

প্রভাবিত করেছে পরম্পরা 

পথেঘাটে হাঁটা হয়েছে অনেক 

তবুও ঠিকানা মেলেনি স্বীকৃতির..

 

Post a Comment

নবীনতর পূর্বতন