উদাসী দুপুরের মাঠ নিস্তব্ধ নীরব
তার প্রেম পত্র কখনও পড়েছ, ফাগুনি বাতাস ?পলাশের
পাতা শরীরে
একটা ঢেউ এলে সুর খেলে যায়, মন
কোকিল, ঝুমকোলতার দোলে, দোল খাওয়া মৌ পিয়াসী আর বেনেবৌকে
দেখেছ,ঠিক
যেন আলতা মাখা নতুন বৌ
রেশমী শাড়িতে ঢাকা পা থেকে
মাথা পর্যন্ত
কৃষ্ণচূড়ার গন্ধে ছড়ানো
রূপসী বাংলা
খাল বিলে এক পা দাঁড়ানো
সাদা বক
ক্ষুধা
ভুলিয়ে দিয়েছে সময়।
নিঃশ্চুপ নীরবতার প্রান্ত
দোয়ারে খিল আঁটা
সোনালী সন্ধ্যার অপেক্ষায়
গোধূলি
কাকেরা বাসায় ফিরছে, চাঁদের হাসি
সত্যি সুন্দর লাগছে জোনাক
জ্বলা রাত
নদীর দীঘল বুকে।
একটি মন্তব্য পোস্ট করুন