পদ্মপাতায় একফোঁটা জল - বিশ্বজিৎ রায় চৌধুরী


 

পদ্মদীঘির পদ্ম পাতায় টলোমলো জল 

ভরা দীঘির বর্ষা জলে ফুটছে পদ্মদল।

 

 

পানকৌড়ি দিচ্ছে যে ডুব টুপ টুপা টুপ টুপ

মাছরাঙা ঐ গাছের ডালে নামছে দলে ঝুপ

 

 

পদ্মপাতায় জল কিংবা ফোঁটা ফোঁটা শিশির

হালকা হাওয়ায় উঠছে দুলে রইছে নাকো স্থির

 

 

নাম না জানা মেয়েটি আজ ডুবিয়ে গলা জলে

পদ্ম কুঁড়ি তুলছে কখন চাঁপা কলির আঙুলে

 

 

উদাসী মন চায় যে যেতে পদ্মদীঘির ঘাটে,

শীতল হাওয়া উতল, সূয্যি বসেন পাটে

 

 

মানব জীবন এক ফোঁটা জল পদ্মপাতায় নিথর

শিশির বিন্দু সম টলোমল, তাতেই আমরা বিভোর

 

Post a Comment

নবীনতর পূর্বতন