আবার জেগে উঠবে অমল ধবল
রোদ্দুরে রাঙা এই পৃথিবী
পাখিদের সুমিষ্ট কলরবে, নদীর ঢেউ কলতানে,
দুধের শিশুদের খিলখিল
মুক্তো হাসিতে,
অচিরেই কেটে যাবে মহামারীর
ভয় অশনিসংকেত ;
অলৌকিক জোছনার রুপোলি চাঁদ
সবার ক্লান্ত চোখে
বুনে দিয়ে যাবে
থোকা থোকা স্বপ্নের অক্ষর, কারুকাজ ;
মহামারীর নাগপাশ বন্ধন
ছিন্ন করে মানুষের
জয় হবেই আবার এই পৃথিবীতে l
একটি মন্তব্য পোস্ট করুন