নীলাকাশে আবির রাঙা অস্তমিত
সূর্য্যের রশ্মিকে লক্ষ্য
করে সবাই
কাঞ্চনজঙ্ঘার রূপোলী রূপের
ছটায়,
তাজমহলের শুভ্র পাষানে
পুলকিত হয় সবার অন্তর ;
কেউ কি কোনদিন
অস্তমিত নারীর যৌবন।
একাকীত্বের জীবন যন্ত্রণা
লক্ষ্য করেছো কি ?
দুরন্ত খেয়ালীপনা আর
অফুরন্ত যৌবনের
হিসাব রাখে সব্বাই
ক-জন আর জরাজীর্ণ
বার্ধক্যের
জীবন যন্ত্রণার ছবি বুকে
আঁকে ?
আলো- আঁধারির মাঝে
সকাল-দুপুর - সাঁঝে
যৌবন বার্ধক্যের অবেলায়
সতৃষ্ণ দৃষ্টি মেলে যে
অনুক্ষণ
সেই তো আসল প্রেমিক জন।
একটি মন্তব্য পোস্ট করুন