যে ফুল মরে গেল গতকাল
তার জন্য শোকপালন হলে আমায় ডেকো,
সকালটা পেরোলো দীর্ঘশ্বাসে;
নিঃশব্দে বয়ে গেল কত নদী
স্কুল, কলেজ কেটে গেল দিব্যি ব্যস্ততায়।
হাওয়াদের গায়ে বাকি গন্ধটুকুও
ফুরিয়ে আসবে,
বুদবুদের মতো
উড়ে যাবে
কুঁড়িদেখার মুহূর্তরা।
জেলেবউ বলবে,
ইশ! চুলে দেওয়া
হলো না
পাল কাকিমার পুজোর সাজির হাপিত্যেশ,
পাগলটা এ'বারও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে।
কেউ কেউ আমারই মতো কাছে বসবে,
নীরব-
মুছিয়ে দেবে পাতার শোক
ছুঁয়ে থাকবে গায়ের ক্ষত
ভোররাতে, কুয়াশারা গাঢ় হলে
ডেলো পাহাড়ের গায়ে,
ঝর্ণা হয়ে নেমে
আসবে
গতকালের ফুলজন্ম।
একটি মন্তব্য পোস্ট করুন