বনলতার ঠোঁটে - পূর্বালী দে

 




অনেক তো বিচ্ছেদের কথা হল-

এবার সরে দাঁড়াই বিচ্ছেদ থেকে,

জোড়া গোলাপের কাঁটা ঊহ্য রাখা;

স্বভাবতই প্রশ্ন উঠেছিল নিয়ন আলোয়,

জ্যোতির্ময় তুমি ঘুমিয়ে আছো?

পোড়া নগরীর অবলুপ্তির কাহিনী,

তোমাকে বিজয়ের মাসে মুকুট পড়িয়ে-

ভালোবাসার তকমা লাগিয়ে সরে যাইনি।

মুহূর্তের বেদনাসুখস্বপ্নের অবাধ বুননে,

শিল্পের বড়াই করতে দ্বিধাবোধ করিনি।

রাতের রাজনীতি‌ ,বদলে গিয়েছে নিরপেক্ষতায়

জন্মলগ্নে তোমাকে কাছে আটকে রাখার

নীরব প্রচেষ্টা ব্যর্থ হয়নিব্যর্থ হতে দিইনি আমরা।

ধ্রুবতারার মাঝে শপথ নেওয়াটা আমাদের মিথ্যে

হয়ে যাইনিউপলক্ষ্য খুঁজতে গিয়ে,

আমরা প্রত্যাশার পাহাড়ে সফলতার জন্ম দিয়েছিলাম।

বিচ্ছেদে থেকেও বন্ধনের বারিষ ঝরেছিল বনলতার ঠোঁটে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন