স্মৃতির ঝাঁপি - পাভেল আমান



ভালো থাকার রসদ গুলো 

দিন বদলের নিমেষে ধূলো 

বিবিধ যাতন সাঙ্গ করে 

আশার মাঝে বুকটি ভরে।

 

থই হারিয়ে অজানা ভীড়ে 

চলেছি হেঁটে আপন নীড়ে 

পথের মাঝে দেখতে থাকি 

পূর্ণ জীবন এখনো বাকি। 

 

স্মৃতির ঝাঁপি খুলেই দিয়ে 

মনন থিতু ভাবনা নিয়ে 

ভালো-মন্দের ফারাক ঘুচে

জেগেই আছি গহন আঁচে। 

বেঁচে থাকার ভুবন তটে 

জীবন যেন নিয়ত জটে

আঁকড়ে ধরে নানান স্মৃতি 

মননে জাগে মধুর প্রীতি।

Post a Comment

নবীনতর পূর্বতন