ও মেঘ বালিকা,
এত ধারা ধরে তোর ঐ কালো বুক
অবিরাম গতি তার পৃথিবীর পরে
ভাসাস সব পাখিদের সুখ,
তুইও কি ভেসে ভেসে আকাশের বুকে
অজানার তরী দেহে ক্লান্তি মুছিস
কোন দূর নীপবনে নীরব নয়ন
ঘন হয় লেপ্টে থাকা বাসি কাজলে?
আমার শার্সিতে তোর ঝাপসা দাগ
আঁচল ভিজে যায় ঘসে মুছে নিতে
দুরুদুরু বাজ-বুক শ্রাবণ হয়ে
মিশে যায় তোর ঐ টুপটাপ চুলে
এত যদি অভিমান ও কালো বুকে
তবে কেন মন্থর বছরের সাজ
অভিমান জমে জমে কালো পাথর
নির্ঝর ঝরে পড়ে বাঁধ-ভাঙা আজ?
একটি মন্তব্য পোস্ট করুন