প্রত্যাশিত ছিল এমনটাই
পাড়ার মোড়ে বৃষ্টি নামবে,
শিস দিয়ে উঠলো
জীবন্ত দিনের আলো।
লাল মোরগটা হৈচৈ বাঁধিয়েছে
কাল,
শুকনো পাতা খসা বিকেল
ঝমঝমিয়ে উঠলো,
কাঠবেড়ালি আর জামরুলের
কবিতায়
বাঁকা চোখটা নেচে উঠলো;
বারবার মেঘের ডাকে
বৃষ্টি নামলো শাল,সেগুনের
দেশে,
রামধনুতে মুড়ে আছে
রঙিন স্বপ্ন।
একটি মন্তব্য পোস্ট করুন