চৌখুপি মন - সুতপা ব‍্যানার্জী(রায়)

 



 

মনের আলাদা আলাদা খোপে বসত আলাদা,

চৌখুপির বন্ধ দরজাটা খুলতে চায় না কেউ,

কতক দাম্ভিকতা ফুলঝুরি হয়ে ঝরে পড়ে,

অণুজীবের প্লাসমিডের মতো কোন আহ্বান,

না আপন করে না,সংক্রমণে বা মিশ্রণে,

সময়টা বুঝে নিয়ে হিসেবের মাপা পা ফেলা,

থাকতে থাকতে মাঝের দেওয়ালগুলো শক্ত,

কোন ছিদ্রাণ্বেষীও পাবে না খুঁজে কোন ছিদ্র,

খাল,বিল,ভেজা আলপথের প্রবেশ নিষেধ,

কন্ঠরুদ্ধ ইচ্ছে নদীর সব জল মুখ বুঁজে,

মনের কাঁটাতার অন‍্য মনকে ছুঁতে চায় না,

জাগতিক বিস্মৃতির তকমা সেঁটে দিব‍্যি থাকে,

মাপা পা ফেলার সুর,তালের জীবনের সাক্ষ‍্যে,

শীতল বরফ হতে চেয়ে থেকে থেকে ধ‍্যানস্থ। 

 

 

Post a Comment

নবীনতর পূর্বতন