নির্জন সায়াহ্নে হঠাৎ
বৃষ্টি
শুরু হয় সিক্ত অতীতের
স্মৃতিকাহন,
মুছে যাওয়া দিনের আলোর
সঙ্গে
মিলিয়ে যায় সম্পর্কের
ব্যাকুলতা।
বাতিল মনের আশ্রয়ে
বিদ্যুতের ঝলকানি,
সাংসারিক চাহিদার উর্দ্ধে
মাটির সোঁদা গন্ধের
আমন্ত্রণ।
পা ডোবানো জলে
ফিরে পাওয়া ছেলেবেলা
আলো আঁধারীর মায়াজালে
ঘর সাজানোর খেলা,
বৃষ্টি থেমে গেলেও
মন আঙিনা ভিজে চলে
অবিশ্রান্ত ধারায়
গুটি কয়েক জোনাকির আলোয়।
একটি মন্তব্য পোস্ট করুন