সীমারেখা - উত্তম দেবনাথ


সময়ের কারখানায়

মানুষ ভাইরাসের মতো নীরবে

সাম্রাজ্য বিস্তার করে সমাজের শরীরে ও মননে।

 

বৃত্তে একবার ঢুকে পড়লে

অভিসন্ধি প্রত্যয়ে এগিয়ে যায় অভিযোজনে

যতক্ষন না সম্পূর্ণ উপনিবেশ তৈরি হয় গোপনে।

চোখে হেঁটে যায় ধূর্ত

মানপত্র পাঠ করে শোনায় সময়

একদিন সব হিসাব ফিরে আসে সময়ের ঘরে।

 

মানুষ ও অমানুষ

দাঁড়িয়ে থাকে একটি সীমারেখার দু-প্রান্তে

কেউ নূতন পথ দেখায় কেউ বিপথ দেখিয়ে পথে বসে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন