চাঁদের আলো - বিউটি কর্মকার

 




ওহে কলঙ্কিনী, তোমায় রোজ দেখি।

সাদা কাপড় জড়িয়ে গায়ে

রোজ রাত্রে ছুটে বেড়াও

এপার থেকে ওপার-

ওই আকাশের গায়ে।

তোমার অনন্ত যৌবনে মুগ্ধ

কবি থেকে প্রেমিক, সবাই।

তোমার আনত বদন

ছুঁয়ে যায় আমার বুক,

রঙিন পেয়ালা হয় আরও রঙিন-

আমি ডুবতে থাকি তোমার জোছনায়।

ওহে লজ্জাবতী নারী, তোমার রূপের তাড়নায়

হয়েছি ভিখারি কবেই।

মারতে চাও আমায়।

তবে এসো, মরি তোমার ওই

রুপোলি আঁচল তলে, ওই মেঘের চাদর জড়িয়ে।

তোমার কটাক্ষ দৃষ্টি ঝলসে দিক আমায়-

বিদ্যুৎ চমক হেনে।

 

Post a Comment

নবীনতর পূর্বতন