ক্ষোভের আগুন - সায়নী আচার্য্য


 

নেভেনি এখনো ক্ষোভের আগুন,

জ্বলছে সরল মন।

সরলতার ছাদনাতলায় 

পুড়ছে তাদের জীবন।

শোকাহত মায়ের চোখে

হাতজোড় করা আর্তি।

আসল দোষী সামনে আসুক,

ফাঁস হোক তার কীর্তি।

নিষ্পাপ কত ঘুম কেড়েছে,

কেড়েছে কত আশা।

সব কিছুকে নষ্ট করে

দিচ্ছে মিথ্যে ভরসা।

ঘুম কেড়েছে কত মায়ের

নরপিশাচের দল।

কলিযুগে শিকার হচ্ছে 

নীরব নারীর দল।

চলবে না আর নীরবতা,

করব না মাথানত।

কলঙ্ককে ঝেড়ে ফেলে

ভাঙব মৌনব্রত।

 

Post a Comment

নবীনতর পূর্বতন