অপ্রকাশিত অভাবের গভীর অসুখ,
অবিশ্বাসের আর্বজনার নৃত্যনাট্য।
ভাঙা স্বপ্নের নিস্তব্ধ হাহাকার,
শূন্যতার সাথে শূন্যতার যুদ্ধ।
পাখির কূজন ধ্বনিত মর্মর,
স্বার্থশূন্য গাফিলতির সোহাগ।
অসহায় শিশু মুখ ভাসে,
স্বপ্নময় গগনচুম্বী মিছিলে।
রোদমাখা বিষন্ন মুখ জাগ্রত,
কাগজে কলমে দগদগে শব্দ।
জ্বালা পোড়া অপমান শস্য জ্বলে,
উপুড় সিদ্ধান্ত অমূল্য সত্ত্বার।
বঞ্চিত প্রশংসায়, চরিত্রহীন মানসিকতার-
তীব্র বেদন দীপ্তি।
আত্মমগ্ন সমুদ্র শরীরের তলদেশে,
গুমরে মরে অভাব।
একটি মন্তব্য পোস্ট করুন